দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগু পিছু না শুনে যদি ওই অংশটুকু এডিট করে দেওয়া হয়, অনেকেই ঘাবড়ে যেতে পারেন। ভাববেন হল কী?
শনিবার বিকেলে তৃণমূলের সাংবাদিক বৈঠকে দলের সাংসদ ও মুখপাত্র কাকলি ঘোষদস্তিদার এক সময়ে বলেন, “বাংলায় যে কয়েকজন বাঙালি নেতা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের উপরে কেন্দ্রীয় নেতৃত্বের যেন কোনও আস্থা নেই। সেই কারণেই ইম্পোর্টেড নেতা নিয়ে এসেছেন। শুনেছি বাইরের কোন কোন রাজ্যে থেকে কাকে কাকে যেন নিয়ে এসেছেন এখানে।” এর পরেই কাকলি বলেন, “শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি এটা ভাল চোখে দেখছে না।”
আদতে ব্যাপারটা কোনওভাবেই সহানুভূতি নয়। বরং কৌশল। এটা বুঝিয়ে দেওয়া বাংলায় যে বিজেপি নেতারা রয়েছেন, তাঁদের উপর ওঁদের দিল্লির নেতাদেরই আস্থা নেই তো সাধারণ মানুষের কী হবে? দুই, বাংলার বাঙালি নেতাদের উপর ছরি ঘোরাচ্ছে বহিরাগত নেতারা।