দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হিন্দুত্ব নিয়ে প্রতিযোগিতা, ধর্ম নিয়ে খেলতে চাইলে খেলা হবে, মঙ্গলবার দলীয় কর্মীসভা থেকে বিজেপিকে এভাবেই হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি হিন্দু ঘরের মেয়ে। আমার সঙ্গে হিন্দুত্ব নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। ধর্ম নিয়ে খেলতে চাইলে খেলা হবে।’ ১ এপ্রিল EVM-এ খেলা হবে বলে আওয়াজ তোলেন তিনি। ভোটবাক্সে বিরোধীদের এপ্রিল ফুল করে দেওয়ার কথাও বলেন তৃণমূল সুপ্রিমো।
এদিনের কর্মীসভা থেকে মমতা জানান, সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের মধ্যে কোনও একটি আসন থেকে এবারের নির্বাচনে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু, কেন নন্দীগ্রাম? মমতা বলেন, ‘নন্দীগ্রাম আমার দু’চোখ। সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনের পীঠস্থান।’ নাম না করে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই আসনের বিধায়ক পদত্যাগ করে চলে গিয়েছিল। আসনটি তো খালিই ছিল। আমি যখন এই আসন থেকে লড়াই করার ইচ্ছেপ্রকাশ করেছিলাম তখন আপনাদের আশীর্বাদ, ভালোবাসা পেয়েছিলাম। তাই এখান থেকে আমি প্রার্থী।’ তবে মানুষ না চাইলে তিনি মনোনয়ন জমা করবেন না বলেও জানান।
উল্লেখ্য, আজই নন্দীগ্রামে মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।