Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বাংলার ভোটের পর ‛নিখোঁজ’ স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛সোনার বাংলা’ গড়ার মোয়া পছন্দ হয়নি বাংলার মানুষের। বাংলার ভোটে কার্যত বিপর্যয় হয়েছে বিজেপি-র। কিন্তু, এভাবে যে বিজেপি-র স্বপ্নভঙ্গ হবে, তা বোধহয় আঁচ করতেই পারেননি দিল্লির বিজেপি নেতারা। আর এহেন ভরাডুবির পরই যেন একপ্রকার ‛নিখোঁজ’ অমিত শাহ।

এহেন পরিস্থিতিতে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই–এর পক্ষ থেকে অনলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরালও হয়েছে। এই ‛সন্ধান চাই’ বিজ্ঞাপনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে ২০২১। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই–এর অভিযোগ করোনার এহেন খারাপ পরিস্থিতিতে কাজ করছেন না অমিত শাহ।

Leave a Reply

error: Content is protected !!