দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার রাজনীতি যেন ‛পচা ডোবা’য় পরিণত হয়েছে। একুশের ভোটে সেই ডোবা থেকে আরও বেশি করে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। এবার আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
বিজেপি প্রার্থী বলেন, “উনি তো রাজনীতি জানেন না। কারণ, এত দিন উনি সিনেমা করে এসেছেন। এর পর ২ মে ফলাফল বেরনোর পর হয়ত কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও পেশায় যাবেন বা সিনেমাটাই করবেন।”
পাল্টা সায়নী বলেছেন, “আসলে আমি ওঁর লেভেলে নামতে পারব না। উনি যে কথাগুলি বলছেন, তার মধ্যে দিয়ে ওঁর পরিচয়, ওঁর বংশ পরিচয়, উনি কী ভাবে বড় হয়েছেন, তা প্রকাশ পাচ্ছে। আমি ওঁকে অনেক সফিস্টিকেটেড ভাবতাম। কিন্তু, যতদিন যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, উনি ভীষণ নিম্নরুচির ও নিম্নমানের রাজনীতিবিদ।”