দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে বোম্বে হাইকোর্ট ও কর্ণাটক হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনে রিপাবলিক টিভির সম্প্রসারণে নিষেধাজ্ঞার পাশাপাশি অর্ণব গোস্বামীকে কোনকিছু প্রচার না করতে দেওয়ার দাবি জানানো হয়েছে।
সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার একজন বিধায়কের ভাই জগতাপ ও মহারাষ্ট্র যুব কংগ্রেসের সহ-সভাপতি সুরজ ঠাকুর বোম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন। অন্যদিকে সমাজকর্মী ও বেঙ্গালুরুর আরটিআই কর্মী মোহাম্মদ আরিফ জামিল কর্ণাটক হাইকোর্টে পিটিশন দিয়েছেন।
আবেদনকারীরা পালঘরে দুই সাধু ও তাঁদের চালককে মারধরের মামলায় মিথ্যা খবর প্রকাশ ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে অভিযুক্ত করার জন্য আদালতকে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন। আবেদনকারীরা তাঁদের আইনজীবি রাহুল কামরেকরের মাধ্যমে এই পিটিশন দায়ের করেছেন।
আবেদনে বলা হয়েছে, অর্ণবের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রিপাবলিক টিভির সম্প্রসারণ বন্ধ করে দেওয়া হোক। পাশাপাশি অর্ণব গোস্বামী যেন কোনও টিভি চ্যানেল অথবা অনলাইন প্ল্যাটফর্মে মুখ খুলতে না পারেন সেই ব্যবস্থাও করা হোক।
Support Free & Independent Journalism