Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

রাজস্থানে পুরভোটে কংগ্রেসের কাছে জোর ধাক্কা খেলো বিজেপি, নির্দলের থেকেও অনেক পিছিয়ে গেরুয়া শিবির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজস্থানে পুরভোটে লজ্জাজনক ফল বিজেপির। পঞ্চায়েত ভোটের হাওয়া পুরভোটে স্থায়ী হল না। কার্যত কংগ্রেসের কাছে জোর ধাক্কা খেলো বিজেপি। এমনকি নির্দলের থেকেও অনেক পিছিয়ে গেরুয়া শিবির। প্রথমে রয়েছে কংগ্রেস ও দ্বিতীয় স্থানে নির্দল। এখনও অবশ্য বোর্ড গঠন বাকি।

১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের ১৭৭৫টি আসনে নির্বাচন হয়েছিল রাজস্থানে। এখনও পর্যন্ত ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি ও বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। তবে বোর্ড গঠন করতে দুদলেরই ভরসা হবে নির্দল প্রার্থীরা। তবে উল্লে্খ্য, কৌশলগত ভাবেই কংগ্রেস বেশকিছু আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তাঁদের সেই কৌশল কাজেও এসেছে। জয় পেয়েছেন সেই সমস্ত প্রার্থীরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!