দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ছত্তিশগড় পুরসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে বড় ধরণের জয় পেল কংগ্রেস। ২১ ডিসেম্বর ১০টি পুরনিগম, ৩৮টি পুরসভা এবং ১০৩টি নগর পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে সিংহভাগ পুরনিগম দখল করে নেয় কংগ্রেস।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মোট ১৫১টি পুরসংস্থার ২৪৪০টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১ হাজার ২৮৩টি ওয়ার্ডে বিজয়ী হয়েছে। আর বিজেপি ১ হাজার ১৩১টি ওয়ার্ড জয় পেয়েছে। কংগ্রেস ১০টি পুরনিগমের মধ্যে ৭টিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৩৮টি পুরসভায় কংগ্রেস ১৮টিতে, বিজেপি ১৭টিতে আধিপত্য বজায় রেখেছে।
অন্যদিকে ১০৩টি নগর পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস ৪৮টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৪০টিতে। বিজেপির বিরুদ্ধে এই রেকর্ড জয়ের পর উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। লোকসভা ভোটে হারের পর রাজ্যে রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস। ফের জয়ের সরণিতে ফিরছে তারা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন