দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ইন্দিরা ভবন অর্থাৎ মধ্যপ্রদেশ কংগ্রেসের সদর দফতরে কংগ্রেস কর্মীদের মুখে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান! এর আগে কখনও কোনও কংগ্রেস দফতরে জয় শ্রীরাম স্লোগান শোনা গিয়েছে বলে জানা যায়নি। গত মঙ্গলবার ইন্দিরা ভবনে অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে কমলনাথের উপস্থিতিতে বজরং সেনার মধ্যপ্রদেশ ইউনিটের কর্তারা ঘোষণা করেন, আজ থেকে তাঁরা কংগ্রেসের সঙ্গে সংগঠনকে মিশিয়ে দিলেন। আর সেই ঘোষণা মাত্র উপস্থিত কংগ্রেস নেতা এবং বজরং সেনার সমর্থকেরা স্লোগান দিলেন ‘জয় শ্রীরাম’, ‘জয় বজরংবলী’।
এদিন এই বৈঠকের আগে ভোপালের রাস্তা ধরে গেরুয়া বসনধারীদের একটি মিছিল ইন্দিরা ভবনের রাস্তা নেওয়ায় অনেকেরই ধারণা হয়েছিল কর্নাটকে কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ ঘোষণার হুঁশিয়ারি দেওয়ার প্রতিবাদে বজরং সেনা বুঝি মধ্যপ্রদেশে প্রতিবাদে শামিল হয়েছে। কিন্তু পথচলতি জনতাকে অবাক করে দিয়ে সেই মিছিল সোজা ইন্দিরা ভবনের ভিতরে ঢুকে যায়। তাই শুধু নয়, মিছিলের প্রথমসারিতে থাকা নেতাদের গেটে ফুল-মিষ্ট দিয়ে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ।
আমাদের সাংবাদিকতাকে সরকার ও কর্পোরেট মুক্ত রাখতে আর্থিক সহযোগিতা করুন।