দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক সপ্তাহও কাটেনি, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে গো-হারান হারতে হয়েছে বিজেপিকে। সেই একই ধরণের অবস্থা দেখা যাচ্ছে ছত্তিশগড়ের পুরভোট নির্বাচনের ফলাফলেও।
গত ২১ ডিসেম্বর ছত্তিসগড়ে ১৫১ টি শহরে নির্বাচন হয়েছিল। এরমধ্যে ১০ টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ৩৮ টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ১০৩ টি নগর পঞ্চায়েত আসনের ভোট হয়। সব মিলিয়ে মোট ওয়ার্ড ছিল ২০৩২ টি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ভোটগণনায় আজ (বুধবার) পর্যন্ত যতগুলি ওয়ার্ডে ফল প্রকাশিত হয়েছে, তার মধ্যে কংগ্রেস জিতেছে ৯২৩টি। বিজেপির দখলে গিয়েছে ৮১৪টি ওয়ার্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর জনতা কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। নির্দলরা পেয়েছে ২৭৮টি।
১০৩ টি নগর পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪৮টি, বিজেপি ৪০ টি। ১০ টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে কংগ্রেস জিতেছে সাতটি। এখনও পর্যন্ত ৩৮টি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে কংগ্রেস জিতেছে ১৮টিতে। বিজেপি জিতেছে ১৭টি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন