Wednesday, November 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘নেতাজিকে খুন করেছিল কংগ্রেস’, বিস্ফোরক অভিযোগ সাক্ষী মহারাজের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নেতাজিকে খুন করেছিল কংগ্রেস, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির বিতর্কিত নেতা সাক্ষী মহারাজ। কোনও উন্নয়নমূলক কাজের জন্য নয় বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই তিনি খবরের শিরোনামে আসেন। শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উন্নাওয়ের ডকলি গ্রামে একটি জনসভার আয়োজন করা হয়।

সেখানে সাক্ষী মহারাজ বলেন, “আমার সাফ কথা, নেতাজিকে হত্যা করিয়েছিল কংগ্রেস। কারণ, তাঁর জনপ্রিয়তার সামনে মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহেরু দাঁড়াতে পারতেন না। নেতাজি বেঁচে থাকলে তিনিই হতেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সুভাষ বসু দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ দেশবাসী কোনওদিন ভুলবে না। কিন্তু স্বাধীনতা অর্জনে তাঁর অবদানকে সবসময় খাটো করে দেখানো হয়েছে।” তাঁর এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

এই প্রথম নয়, এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন উন্নাওয়ের বিজেপি সাংসদ। তিনি দাবি করেছেন,‌ কংগ্রেসের ভরাডুবির জন্য সরাসরি দায়ী গান্ধী পরিবার। তাঁর মতে, কাউকে কিছু না করলেও চলবে। কারণ, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীই কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, দেশে বিজেপির কোনও প্রতিপক্ষ নেই বলেও দাবি করেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!