দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রামমন্দির নির্মাণের জন্য ২১ হাজার টাকা অনুদান দিলেন তরুণ কংগ্রেস নেতা তথা গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল। ২৭ বছর বয়সী এই নেতা জানিয়েছেন, তিনি এবং তাঁর পরিবার মিলে এই অনুদান দিয়েছেন।
এদিনই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী রামমন্দির নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেত্রী ট্যুইট করে লিখেছেন, আগামী কালের অনুষ্ঠান জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠুক। তাঁর কথায়, ‛সরলতা, সাহস, সংযম, ত্যাগ এবং প্রতিজ্ঞা ছিল দীনবন্ধু রামের মূল কথা। ভগবান রাম সবার সঙ্গে রয়েছেন।’