Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ঈদের নামাজ হবে? শঙ্কার মাঝেই অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস নেতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর কয়েকদিন পরেই ঈদ। করোনা আতঙ্ক ও লকডাউনের জেরে সেই ঈদের নামাজ পড়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এরই মাঝে শর্তসাপেক্ষে ঈদে জমায়েতের অনুমতি চেয়ে মু্খ্যমন্ত্রীকে চিঠি দিলেন কর্নাটকের সংখ্যালঘু কংগ্রেস নেতা সিএম ইব্রাহিম।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে লেখা ওই চিঠিতে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি, চিকিৎসকদের পরামর্শ মেনে ঈদের দিন স্থানীয় ইদগাহ ও মসজিদগুলিতে ধর্মপ্রাণ মুসলিমদের নমাজ পাঠের অনুমতি দিতে হবে।

মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে লেখা চিঠিতে তাঁর পরামর্শ, ‛রাজ্য সরকারকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে হবে। ঈদের দিন গোটা রাজ্যে ইদগাহ ও মসজিদে মুসলিমদের জমায়েত করে নমাজ পড়ার অনুমতি দিন।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!