দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতের এক কংগ্রেস বিধায়ককে চাপ দিয়ে দল ভাঙানোর চেষ্টা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাল কংগ্রেস। পার্টির পক্ষ থেকে আহমেদ প্যাটেল, অভিষেক মনু সিঙ্ঘভি, রণদীপ সুরজেওয়ালারা চিঠি লিখে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, রাজ্যসভা ভোটের আগে চাপ দিতে দলের বিধায়ক পঞ্জভাই বংশকে শুক্রবার চার বার থানায় ডেকে পাঠানো হয়েছে। ২০১৭-য় আহমেদ পটেলকে রাজ্যসভা ভোটে হারাতে চেয়েও ব্যর্থ হয়ে এ বার গুজরাতের রাজ্যসভা ভোটে বিজেপি বদলা নিতে চায় বলে কংগ্রেসের অভিযোগ।