Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করায় বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস বিধায়ক-সহ ২,০০০ জনের বিরুদ্ধে এফআইআর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শেষ নবী হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র ও ইসলাম অবমাননার দায়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মুসলিমরা। ভারতেও বিভিন্ন জায়গায় চলছে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও মোদী সরকার ইসলাম বিরোধী ফ্রান্সের পাশেই দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয়। তার দায়ে কংগ্রেস বিধায়ক-সহ ২,০০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি সরকার।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ভোপাল মধ্যের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে হাজারের বেশি বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত করেন। তাঁরা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন। যিনি হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশের অধিকারের স্বপক্ষে মুখ খুলেছিলেন।

বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাফ জানিয়েছেন, এই ধরনের বিক্ষোভ বরদাস্ত করা হবে না। ‘শান্তি’ বিঘ্নিত হলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন। বিক্ষোভের ভিডিয়ো পোস্ট করে একটি টুইটবার্তায় শিবরাজ বলেন, ‘মধ্যপ্রদেশ হল শান্তির দ্বীপ। যাঁরা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনও দোষী ছাড় পাবেন না।’

ভোপালের ঘটনায় তালাইয়া থানার আইসি ডিপি সিং জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করেছিলেন বিক্ষোভকারীরা। সেজন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অজ্ঞাতপরিচয়দের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

Leave a Reply

error: Content is protected !!