দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রয়াত হলেন কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগী এই বিশ্বকে বিদায় জানিয়েছেন। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৫টায় তিনি একটি টিভি চ্যানেলের ডিবেট শো’তে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি মৃদু বিরক্ত বোধ করেছিলেন, তবে তিনি সুস্থ ছিলেন।
সন্ধ্যার পর খবর আসে, হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা গেছেন। হার্ট অ্যাটাকের পরে তাকে কাঁশবির ইয়াশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাজীব ত্যাগী বসুন্ধরা ১ নম্বর সেক্টরে থাকতেন।