Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘চৌকিদার চোর হ্যায়’ অতীত, এবার ট্রেন্ডিংয়ে ‛চৌকিদার চাইনিজ হ্যায়’ হ্যাশট্যাগ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের আগে রাফাল বিমান কেনা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী! লোকসভা ভোটের ফলে যদিও সেই স্লোগানের বিন্দুমাত্র প্রতিফলন ঘটেনি। কিন্তু চিন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই একই ধাঁচে স্লোগান বাঁধল কংগ্রেস।

ট্যুইটের পর ট্যুইট আর রিট্যুইটের ঝড় তুলে ছত্তীসগড় কংগ্রেস ট্রেন্ডিং করল নতুন স্লোগান চৌকিদার চাইনিজ হ্যায় (#ChaukidarChineseHai)। ছত্তীসগড় প্রদেশ কংগ্রেসের সেবাদল ট্যুইট করে লিখেছে, ‛সর্দার বল্লভভাই পটেলের মূর্তি বানিয়েছে চাইনিজ সংস্থা, প্রধানমন্ত্রী নিজে পেটিএমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, রাস্তা বা সুড়ঙ্গ নির্মাণের বরাত দেওয়া হয়েছে চিনের সংস্থাকে, প্রধানমন্ত্রী চিনে গিয়েছেন ন’বার তাই #ChaukidarChineseHai’।

প্রাক্তন বিধায়ক চুন্নিলাল সাহু লিখেছেন, ‛চিনের বন্ধু, জাতির বিশ্বাসঘাতক #ChaukidarChineseHai’। এমনকি সোমবার বিকেলে রাহুল গান্ধী যে ট্যুইটে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলেছিলেন, চিনের মিডিয়া প্রধানমন্ত্রীকে এত বাহবা দিচ্ছে কেন, সেটিও প্রদেশ কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে রিট্যুইট করা হয়েছে। লোকসভা ভোটে চৌকিদার চোর হ্যায় স্লোগান কংগ্রেস প্রথম তুললেও তা সামগ্রিক ভাবে বিরোধীদের স্লোগান হয়ে গিয়েছিল। এবার কংগ্রেসের এই নতুন হ্যাশট্যাগ কতটা সর্বজনীন হয়ে ওঠে এখন সেটাই দেখার।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!