দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তরুণ গগৈয়ের মৃত্যুর দু’দিন কাটতে না কাটতেই মারা গেলেন প্রথম সারির কংগ্রেস নেতা আহমদ প্যাটেল। তাঁর বয়স হয়েছিল ৭১। বুধবার সকালে গুরগাঁওয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আহমদ প্যাটেল ছিলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ।
এছাড়া তিনি কংগ্রেসে সভানেত্রী সোনিয়া গান্ধীর উপদেষ্টা ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পরে তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর চারটে নাগাদ তাঁর ছেলে ফয়জল প্যাটেল ট্যুইট করে জানান, রাজ্যসভার সাংসদ আহমদ প্যাটেল রাত সাড়ে তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।