Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘‌ধর্ষণে অভিযুক্তকে ভোটের টিকিট কেন?‌’‌, প্রতিবাদ করে দলীয় কর্মীদের হাতেই প্রহৃত কংগ্রেস নেত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একদিকে যখন তাঁর দল হাথরাসে গণধর্ষণের জন্য যোগী সরকারের বিরুদ্ধে এক নাগাড়ে লড়ছে। বার বার তোপ দাগছেন রাহুল গান্ধীরা। সমাজে স্বচ্ছ বাতাবরণ গড়ে তোলার দাবি কংগ্রেসের। আরেকদিকে, ঠিক সেই সময়ই তখন তারাই কী করে উপনির্বাচনের জন্য ধর্ষণে অভিযুক্তে ভোটের টিকিট দিল। ভরা দলীয় সভায় এই প্রশ্ন করতেই ত্রাহি ত্রাহি রব। মুহূর্তে দলের মহিলা সদস্যার দিকে একযোগে তেড়ে এলেন কংগ্রেস নেতা-কর্মীরা। পুরুষ কর্মীদের হাতেই প্রহৃত হলেন উত্তর প্রদেশ কংগ্রেসের মহিলাকর্মী তারা যাদব। প্রশ্ন করার অপরাধে প্রকাশ্যেই মহিলাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে শারীরিক নিগ্রহও করা হয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়ায়। দেওরিয়ার টাউনহলের উপনির্বাচনের বৈঠকে মুকুন্দ ভাস্কর নামে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বিহার ভোটের প্রার্থী করা নিয়েই গোলমালের সূত্রপাত। বিজেপি বিধায়ক জন্মেজয় সিং–এর মৃত্যুতে ওই আসনটি খালি হয়েছে। তারা যাদবের অভিযোগ, ‘‌আমি যখন ধর্ষক মুকুন্দ ভাস্করকে আগমী ভোটের জন্য টিকিট দেওয়ার প্রতিবাদ করলাম আমায় দলীয় কর্মীরাই মারধর করল। এখন আমি প্রিয়াঙ্কা গান্ধীজির দিকে তাকিয়ে আছি ন্যায়বিচারের জন্য।’‌

ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, ‘‌একদিকে যখন হাথরস মামলায় মৃতার জন্য সুবিচার চেয়ে আমাদের দল লড়ছে, আরেকদিকে তখন দলের টিকিট দেওয়া হচ্ছে একজন ধর্ষককে। এটা ভুল সিদ্ধান্ত। এতে আমাদের দলের ছবি খারাপ হবে।’‌

পুরো ঘটনা সেলফোনে কেউ তুলে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়। দলীয় কর্মীদের হাত থেকে তারাকে রক্ষা করেন অন্য কয়েকজন দলীয় কর্মীই। পরে পুলিশে জেলা কংগ্রেসের সভাপতি ধর্মেন্দ্র সিং, সহ সভাপতি অজয় সিং এবং আরও দুজনের নামে অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের সাত বিধানসভায় উপনির্বাচন হবে। আগামী ৩ নভেম্বর উপনির্বাচন। দেওরিয়া আসন থেকে ভোটে লড়াইয়ের জন্য দলের দীর্ঘ দিনের সদস্য মুকুন্দ ভাস্কর মণি ত্রিপাঠীকে টিকিট দিয়েছে দল। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অন্যান্য ছয়’টি আসনেও গত শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

Leave a Reply

error: Content is protected !!