Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফ্রান্স হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য, বিখ্যাত উর্দু কবি মুনব্বর রানার বিরুদ্ধে এফআইআর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফ্রান্স হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিখ্যাত কবি মুনব্বর রানার বিরুদ্ধে এফআইআর রুজু করল উত্তরপ্রদেশ পুলিশ। এক এসআইয়ের অভিযোগের ভিত্তিতে লখনউ-এর হজরতগঞ্জ থানায় এই মামলা রুজু করা হয়েছে।

ফ্রান্সে নবী মুহাম্মদের (সাঃ) অপমানের প্রতিবাদ করতে গিয়ে মুনব্বর রানার এক মন্তব্যের ভিত্তিতেই এই এফআইআর। তিনি বলেছিলেন, ‘‘যদি কেউ আমার বাবা-মা বা দেবদেবীর ব্যঙ্গচিত্র তৈরি করেন, তবে আমি তাদের হত্যাও করতে পারি।’’ মুনাব্বর রানা বলেন, ‘‘যেই পয়গম্বর মুহাম্মদের এমন ব্যাঙ্গচিত্র বানিয়েছেন, তিনি খ‍ুবই অন্যায় কাজ করেছেন।’’

মুনব্বর রানার বিরুদ্ধে ১৫৩এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো), ২৯৫এ (ইচ্ছাকৃত এবং বিদ্বেষমূলকভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা), ২৯৮ (ধর্মীয় বিশ্বাসে আঘাতের জন্য ইচ্ছাকৃতভাবে মন্তব্য করা) এবং ৫০৫ (জনমানসে অনিষ্ট করার মতো মন্তব্য)। ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!