কলকাতা, ২৩ অগস্ট: রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রবিবার হওয়া ডব্লিইবিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন ছিল, ‘কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন (ক্ষমা প্রার্থনা) করেন?’ তার চারটি বিকল্প উত্তর হিসাবে দেওয়া ছিল ‘ভি ডি সাভারকর’, ‘বি জি তিলক’, ‘শুকদেব থাপার’ ও ‘চন্দ্রশেখর আজাদ’।
বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘সাভারকর কখনও মুচলেকা দেননি। মুচলেকা দিয়েছিলেন উৎপল দত্তরা। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রশ্ন করা হয়েছে।’’ এর জবাবে অবশ্য তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘যাঁরা প্রশ্ন তৈরি করেছেন ও পরীক্ষার দায়িত্বে ছিলেন তাঁদের এই প্রশ্ন করা উচিত। আমাদের নয়।’’