দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আক্রান্ত হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। গত শনিবার সর্বভারতীয় বিজেপিতে সাংগঠনিক পদ পেয়েছেন তিনি। আর রবিবারই বারুইপুরে দলীয় সভায় মাস্ক ছাড়া যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। ওই সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যও করেন তিনি।
অনুপম বলেন, “আমি তো ঠিকই করে নিয়েছি, আমার করোনা হলে প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জড়িয়ে ধরব!” এই মন্তব্যেই সমালোচনার ঝড় শুরু হয় রাজনৈতিক মহলে। তাছাড়া বারুইপুরের সভায় যেভাবে মাস্ক ছাড়া ভিড় করে বিজেপি নেতা-কর্মীরা ছিলেন তাতে সংক্রমণের আশঙ্কা করেছিলেন অনেকে। সেটাই সত্যি হল। আক্রান্ত হলেন অনুপম।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরাকে নিয়ে ট্রোল শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, “মমতাকে জড়িয়ে ধরবেন না?” অনুপমের সহকারী জানিয়েছেন, “আজকেই স্যারের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। গত কয়েক দিন ধরে জ্বর ছিল তাঁর। তাই গতকাল করোনা পরীক্ষা করা হয়। শরীরে উপসর্গ রয়েছে স্যারের। এই মুহূর্তে কলকাতার ফ্ল্যাটেই রয়েছেন তিনি।”