Friday, October 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা চলে গেছে, সপ্তাহে দুদিন লকডাউন রাজনৈতিক চাল, দাবি দিলীপের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলা সহ সারা ভারতবর্ষে করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখি। কিন্তু এরই মাঝে বাংলায় দুদিন একটু গ্ৰাফ নীচে ছিল। কিন্তু আবার যেই কে সেই। করোনা চলে গেছে, দিলীপ ঘোষের এই বক্তব্যে ফের বির্তক শুরু হয়েছে।

ধনেখালির এক জন সভায় যোগ দিয়ে তিনি বলেন, করোনা চলে গেছে। বিজেপিকে আটকাতে তৃণমূল সরকার লকডাউন করছে। যাতে আমরা মিটিং, মিছিল না করতে পারি‌। কিন্তু জেনে রাখুন এভাবে আমাদের আটকানো যাবে না, তার এহেন মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। যেখানে গোটা ভারতবর্ষ করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখি তখন কীভাবে তিনি বললেন যে, করোনা চলে গিয়েছে?

‘ব্রেক দ্যা চেন ‘ নিয়মে রাজ্যে সপ্তাহে দুদিন লকডাউন চলছে। আর তাতেই আপত্তি বিজেপির। দিলীপ ঘোষের মতে এটা একটা রাজনৈতিক চাল। যাতে আমারা মিটিং, মিছিল না করতে পারি। ৫ আগষ্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর দিন, পূর্ব লকডাউন নিয়ে বিজেপি নেতারা সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা বন্দ্যোপাধ্যায় কে ‘ হিন্দু বিরোধী ‘ বলে তোপ দাগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের করোনা চলে গেছে এহেন মন্তব্যে হাসির খোরাক হয়ে পড়লেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!