Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যে চলছে লকডাউন, জেনে নিন চালু থাকছে কোন কোন পরিষেবা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন করা হয়েছে কলকাতাসহ গোটা রাজ্য। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে এই লকডাউন পরিস্থিতি। এই সময়ের মধ্যে রাজ্যে কোনও গণপরিবহণ চলবে না। বন্ধ থাকবে সব দোকান, অফিস, কল কারখানা, গোডাউন। তবে খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী গাড়িগুলিকেও ছাড় দেওয়া হবে।

একঝলকে দেখে নেওয়া যাক কী কী পরিষেবা মিলবে লকডাউন থাকাকালীন –

  • স্বাস্থ্য পরিষেবা
  • পানীয় জলের দোকান, বিদ্যুৎ
  • দমকল, অসামরিক নিরাপত্তা ও আপৎকালীন ব্যবস্থা।
  • টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, তৎপ্রযুক্তি নির্ভর পরিষেবা, সংবাদমাধ্যম ও স্যোশাল মিডিয়া, ডাকবিভাগ
  • ব্যাঙ্ক এটিএম
  • রেশনব্যবস্থা, খাদ্য, মুদির দোকান, শাকসবজি, ফল, মাছ, মাংস, পাউরুটি, দুধ,
  • মুদি ও খাবারের ই-কমার্স সংস্থা ও হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে
  • পেট্রোপণ্যের মধ্য মিলবে ডিজেল , পেট্রোল, গ্যাস, তেল
  • ওষুধের দোকান

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!