দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা রিপোর্ট মিথ্যে? করোনার ন্যূনতম চিকিৎসা না করে বেসরকারি নার্সিংহোমগুলি রোগীর পরিবারকে মোটা টাকা বিল ধরিয়ে সর্বস্বান্ত করে ছাড়ছে বলে গুরুতর অভিযোগ উঠল। এমনকি কোনও চিকিৎসা না মেলায় বহু রোগী সেখানে পড়ে থেকে মারা যাচ্ছে। করোনা ছিল না এমন পুরুষ ও মহিলার মৃত্যু হলে করোনা পজিটিভ সার্টিফিকেট গুঁজে দিয়ে মোটা টাকা দাবি করা হচ্ছে। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস।
তিনি বলেন, অনেক ক্ষেত্রেই অযথা রোগীকে আটকে রাখা হচ্ছে। এই সব অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত দাবি জানান তিনি। বিধায়ক খোকন দাস বলেন, ‘‘অনেক নার্সিংহোমেরই চিকিৎসা করার ন্যূনতম পরিকাঠামো পর্যন্ত নেই৷ অথচ সেগুলি প্রশাসনের চোখের সামনেই দিনের-পর-দিন চিকিৎসার নামে লোক ঠকানোর কারবার চালিয়ে যাচ্ছে৷ গ্রাম থেকে আসা বাসিন্দারা সেখানে রোগী ভর্তি করে সর্বস্বান্ত হচ্ছেন৷ তাই করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে এই কারবার বন্ধ করতে উদ্যোগী হওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।’’