দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গতকালই বলিউড অভিনেতা জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত। এরপর তিনি তাঁর সংস্পর্শে আসা বাকিদের পরীক্ষা করানোর আর্জি জানান।
এরপরই জানা যায়, অক্ষয়ের আগামী ছবি রাম সেতুর একাধিক কলাকুশলি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই রাম সেতু ছবির শ্যুটিংয়ে ছিলেন।
উল্লেখ্য, গতবছর দেশে করোনার জন্য কিছু মিডিয়া ও বিজেপি নেতারা দায়ী করেছিল তাবলীগ জামাতকে। এরপর মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে দোষী করে সাম্প্রদায়িক বিষ বপন করে দেয় মিডিয়া ও বিজেপি। যদিও পরে প্রমাণিত হয়ে যায় যে তাবলীগ জামাত নির্দোষ। কিন্তু অক্ষয়ের সংস্পর্শে আসা ৪৫ জন আক্রান্ত হওয়াতে প্রশ্ন উঠছে তবে কি করোনা ছড়ালেন অক্ষুয় কুমার।