Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউনের বারোটা পাঁচ! স্বর্ণমন্দিরে মাস্ক ছাড়াই উপচে পড়ল ভক্তদের ভিড়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। কার্ফু তুলে নিয়েছে পঞ্জাব। তাই পঞ্জাবের গোল্ডেন টেম্পলে সোমবার দলে দলে যোগ দিলেন ভক্তরা। গোল্ডেন টেম্পলে যেসব ভক্তরা গিয়েছেন তাঁদের কেউ মাস্ক পরেননি বলে জানা গেছে। যদিও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সবাইকে স্যানিটাইজ করা হয়েছে। গোল্ডেন টেম্পলে ঢোকার সময় স্ক্রিনিং করা হয়েছে যা ঘণ্টাঘর চক নামে পরিচিত।

A health worker (L) wearing a facemask checks the body temperature of devotees amid concerns over the spread of the COVID-19 novel coronavirus, at the entrance of the Golden Temple in Amritsar on March 18, 2020. (Photo by NARINDER NANU / AFP) (Photo by NARINDER NANU/AFP via Getty Images)

এছাড়া মন্দির চত্ত্বরে দুটি ডিসইনফেক্ট টানেল বসানো হয়েছে । তবে অমৃতসর প্রশাসনের তরফে জানানাে হয়েছে, ধর্মীয় জায়গা খােলার কোনও নির্দেশ নেই। এই ঘটনা ইতিমধ্যে জেলা প্রশাসনের নজরে এসেছে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তাঁরা সহযােগিতা করবেন বলে প্রশাসনকে জানিয়েছেন। তবে কোনও ধর্মীয় স্থান খোলার নির্দেশ এখনও নেই। পুলিশকে যথাযথ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!