Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লির মসজিদে জমায়েত, কোয়রান্টিনে পাঠানো হল ২০০০ জনকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে হওয়া জমায়েতকে কেন্দ্র করে বড় রকমের সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ওই জমায়েতে যোগ দিয়েছেন এমন দু’হাজর জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে দিল্লি প্রশাসন। এছাড়াও ওই অঞ্চল থেকে ১৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের পরীক্ষা করা হল বিভিন্ন হাসপাতালে।

দিল্লি প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি বাংলাওয়ালি মসজিদে একটি অনুষ্ঠানের বহু মানুষের জমায়েত হয়েছিল। স্থানীয় বাসিন্দারা ছাড়াও ওই জমায়েতে আমন্ত্রিত ছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরঘিজস্তানের নাগরিকেরা। ঘটনাচক্রে, ওই অনুষ্ঠানে যোগদানের পর চলতি মাসে এক জনের মৃত্যু হয়েছে।

যদিও তামিলনাড়ুর ওই ব্যক্তি যে করোনা-সংক্রমণের জেরেই মারা গিয়েছেন, তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া দুই জন আক্রান্ত হয়েছেন করোনায়। দিল্লি, শ্রীনগর ও দেওবন্দে থাকা বিভিন্ন ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। বহু অতিথিই ভারতের নানা প্রান্তে গিয়েছিলেন অনুষ্ঠানের পরে। সমাবেশের পরে ২০-৩০টি বাসে করে তাঁরা এলাকা ছেড়ে চলে যান।

Leave a Reply

error: Content is protected !!