দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় এ বার এগিয়ে এলেন হৃতিক রোশন। একটি এনজিও’র সঙ্গে হাত মিলিয়ে দরিদ্র মানুষদের খাবার দেওয়ার দায়িত্ব নিলেন হৃতিক রোশন। এই সংস্থা বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে বৃদ্ধাশ্রমের মানুষ, দিন আনা-দিন খাওয়া শ্রমিক যাঁদের পেট ভরানোই এখন সমস্যা হয়ে উঠেছে।
অর্থ দানের পর সংস্থার তরফে ট্যুইট করে হৃতিককে ধন্যবাদ জানানো হয়েছে। হৃতিকের অর্থ সাহায্যে তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাবে ১ লাখ ২০ হাজার মানুষের কাছে। এই সংস্থা জানিয়েছেন যতদিন না অবধি লকডাউন স্বাভাবিক হয় ততদিন তাঁরা খাবার দিয়ে যাবেন বৃদ্ধাশ্রমে এবং দিনমজুরদের।
Let’s all keep doing what we can in our own ways . ?? no contribution is too large or too small. All the best to us. https://t.co/p5ip9XgKIz
— Hrithik Roshan (@iHrithik) April 7, 2020