Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মানুষ নাকি পশু ওঁরা? জীবাণুনাশক স্প্রে করা হল এ ভাবে? বিতর্কে যোগী সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা যখন ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন, ঠিক সেইসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগীর রাজ্য থেকে সামনে এল চাঞ্চল্যকর এক ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার একপাশে মাটির উপর উবু হয়ে বসে রয়েছেন একদল মানুষ। পিঠ থেকে ব্যাগপত্র পর্যন্ত নামানোর সুযোগ পাননি তাঁরা। সেই অবস্থাতেই তিন দিক থেকে তাঁদের উপর নির্বিচারে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

গোটা ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। তাদের বিরুদ্ধে ‘অমানবিক’ আচরণের অভিযোগ তুলেছেন নেটাগরিক ও রাজনীতিকদের একাংশ। যদিও রাজ্য সরকারের তরফে সাফাই দেওয়া হয়েছে, ঘরে ফেরা শ্রমিকদের জীবাণুমুক্ত করতেই এমন পদক্ষেপ করা হয়েছে। নেটাগরিকদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘শ্রমিক বলেই কি এমন আচরণ? এই দেশ কি শুধু ধনীদের?’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘মানুষ নাকি পশু ওঁরা?’

Leave a Reply

error: Content is protected !!