দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেন ভাড়া দেবে কংগ্রেস। সকালেই মোদী সরকারকে কটাক্ষ করে ঘোষণা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব এড়াচ্ছে বলেও আক্রমণ শানান সোনিয়া।
সোনিয়ার এহেন ঘোষণার পরই চাপে পড়ে আসরে নামল বিজেপিও। পদ্মশিবিরের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে রেল। বাকি ১৫ শতাংশ খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে।
সংবাদমাধ্যমে সোনিয়ার বিবৃতি ছড়িয়ে পড়ার কিছু ক্ষণের মধ্যেই পাল্টা বিবৃতি আসে বিজেপির তরফে। তাতে বলা হয়েছে, ‘মোট খরচের ৮৫ শতাংশ মেটাবে ভারতীয় রেল। তার মধ্যে ট্রেন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ফিরতি যাত্রার খরচ ধরা রয়েছে। রাজ্য সরকারকে দিতে হবে ১৫ শতাংশ, যা বেশি নয়।’
Support Free & Independent Journalism