Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! লকডাউনে কি লাভ হল?

ছবি : আনন্দবাজার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন শুরুর দিন অর্থাৎ ২৪ মার্চ রাতে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৫১৯ জন। ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত, আট দিনে, সংক্রমণ বেড়েছিল ৯২৬ জনের। গড়ে ১১৬ জনের মতো। কিন্তু ১০ এপ্রিল এক দিনেই সংক্রমণ বৃদ্ধির সংখ্যা ৮৯৬। এপ্রিলের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ধরলে গড়ে দৈনিক নতুন সংক্রমণ সাড়ে ৫০০-র কাছাকাছি। অর্থাৎ পরিস্থিতি ভাল মতো নিয়ন্ত্রণে বলা যাবে না।

বিশেষজ্ঞদের মতে লকডাউন না হলে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেত। আইসিএমআর-এর মতে, মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশের কোভিড পজিটিভ আসার হার নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত এই বৃদ্ধি অঙ্ককে ‘নিরাপদ’ বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তাঁর মতে, ‘‘এই সংখ্যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। লকডাউন শুরুর পর তাকে অভ্যাসে আনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফল এটা। আরও কঠোর ভাবে মানতে পারলে আরও ভাল ফল মিলবে।

Leave a Reply

error: Content is protected !!