Thursday, November 21, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

করোনায় বাঁচলেও অনাহারে মরবে কয়েক কোটি মানুষ! ভয়াবহ দুর্ভিক্ষের ইঙ্গিত রাষ্ট্রসংঘের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মাহামারী থেকে যদি পরিত্রাণ মেলে, তারপর আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। এমনই সতর্কবার্তা দিল রাষ্ট্রসংঘ৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর চেয়েও বেশি মর্মান্তিক হতে চলেছে আসন্ন দুর্ভিক্ষ৷ রাষ্ট্রসংঘের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর এগজিকিউটিভ ডিরেক্টর ডেভিড বিসলে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন।

রাষ্ট্রসংঘ জানিয়েছে, বিশ্বের একটা বড় অংশে শুরু হয়ে গিয়েছে খাদ্যাভাব৷ খুব শীঘ্রই তা দুর্ভিক্ষের আকার নিতে পারে৷ এমনকি কিছু অঞ্চলে ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে বলেও দাবি তাদের৷ অবিলম্বে পদক্ষেপ না করলে ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষ দেখবে বিশ্ববাসী৷ কোটি-কোটি মানুষ স্রেফ না খেতে পেয়ে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে৷

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!