দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বে করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোভিড-১৯ সংক্রমণ। একদিনে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক আক্রান্ত হওয়ার পর এমনই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। গত দশদিনের মধ্যে ৯ দিনই ১ লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‛ইউরোপের দেশগুলিতে পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও, বিশ্বজুড়ে ভয়াবহতা বাড়ছে করোনার। এর বেশিরভাগটাই হচ্ছে ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। যা আরও বিপজ্জনক।’ মহামারি ছড়ানো ৬ মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তাই কোনও দেশের জন্যই এটা অবহেলার সময় নয় বলেও মন্তব্য তাঁর।
বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইকে সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‛যারা বিক্ষোভ করছেন তাঁরা নিজেদের সুরক্ষার কথা খেয়াল রাখুন। অন্যদের থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখুন। বারবার হাত ধুয়ে ফেলুন। মাস্ক বা ফেসকভার ব্যবহার করুন।’