Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মালদার গঙ্গায় ভাসছে লাশ, উত্তরপ্রদেশ থেকে ভেসে আসার আশঙ্কা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের নির্দেশ গঙ্গায় কোনও দেহ ভাসতে দেখলেই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এবার মালদহে মানিকচকের গঙ্গা নদীতে ভাসতে দেখা গেল মৃতদেহ। শনিবার সকালে মানিকচকের ভূতনি এলাকার অন্তর্গত কোলাঘাটে গঙ্গা নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

করোনায় আক্রান্ত হয়ে ওই মৃতদেহ ভিন রাজ্য থেকে নদীপথে ভেসে এসেছে মালদহের ভুতনি এলাকার গঙ্গায়। এমনটাই অনুমান জেলা পুলিশ ও প্রশাসনের। অবশেষে পুলিশ ও প্রশাসনের কর্তারা হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুর গঙ্গার ঘাটে ওই মৃতদেহ উদ্ধারের জন্য তদারকির কাজ শুরু করেছেন।

সম্প্রতি উত্তরপ্রদেশে করোনায় মৃতদেহ গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । তারপর থেকেই সেইসব দেহ গঙ্গা নদী পথে প্রবাহিত হয়ে মালদহের মানিকচকের গঙ্গার ঘাটে আসতে পারে এমনটাই অনুমান করে রাজ্য সরকার। কারণ, উত্তরপ্রদেশের গঙ্গা নদীর সঙ্গে বিহার ও ঝাড়খণ্ড হয়ে মানিকচকের সরাসরি গঙ্গা নদীর যোগাযোগ রয়েছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের করোনায় মৃত ভাসানো দেহ যে মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার গঙ্গা নদীর ঘাটে ভেসে আসতে পারে, তা আগে থেকে আশঙ্কা থাকছে।

 

পরিস্থিতি বুঝে আগে থেকেই মানিকচকে গঙ্গা তীরের এলাকায় জারি হয় সতর্কতা ও জলপথে নজরদারি। বেশ কয়েকদিন নজরদারি চালানোর পরেই কেশরপুর এলাকার গঙ্গার ঘাটে ভেসে এলো একটি মধ্য বয়স্ক পুরুষের মৃতদেহ। সেই মৃতদেহ দুটি গঙ্গা নদীর ঘাটের একটি কচুরিপানা আটকে থাকায় বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের।

স্থানীয় বাসিন্দা ভোলানাথ মন্ডল বলেন এ দিন সকালবেলা মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে গঙ্গা নদীতে।তিনি আরো বলেন বিহারে যেভাবে গঙ্গা নদীতে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে সেই মৃতদেহ এখানে ভেসে আসতে পারে আগে থেকেই আমরা আশঙ্কা করছিলাম। এখন দেখি সেই আশঙ্কা সত্যি হলো। এই ঘটনার পর থেকে নদীতে স্নান করতে নামছে না অনেক গ্রামবাসী।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশোরপুর এলাকার গঙ্গা নদীর ঘাটে। তবে দেহটি পচন ধরে গিয়েছে। ফলে সেটি উদ্ধার কার্য করতে কোভিড বিধি মেনে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া এই দেহটি নিয়ম মেনে ময়নাতদন্ত করে সৎকার্য করা হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, ভুতনি থানার নদীর ওপারে রয়েছে বিহার রাজ্য। ভিন রাজ্য থেকে ভেসে এসেছে দেহ। সেটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু গ্রামবাসিরা বলেছেন আরো একটি দেহ নদীতে ভাসতে দেখা গিয়েছে। সেই দেহের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!