Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কলেজ শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, তদন্তের দাবিতে গণ-মেল মেধাতালিকাভুক্তদের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন-এর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনেছেন মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার এ নিয়ে তারা উচ্চশিক্ষা দপ্তর, কলেজ সার্ভিস কমিশন, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ আরো বিভিন্ন দপ্তরে কয়েকশ ইমেইল পাঠিয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ‘মেধা তালিকায় নাম না থাকা সত্বেও এরাজ্যে কলেজে চাকরি পেয়েছেন অনেকেই। তাই চরম এই দুর্নীতির তদন্তের জন্য আমরা দাবি জানাচ্ছি।’ একইসঙ্গে তারা অভিযোগ করেছে,’চারিদিকে শুধু নিয়োগের প্রতিশ্রুতি। অথচ কলেজগুলিতে প্রায় তিরিশ হাজার শূন্যপদ থাকলেও মেধাতালিকাভুক্ত সামান্য কয়েকশ প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে না। অথচ মেধা তালিকা বহির্ভূত অনেকেই নিয়োগ করা হচ্ছে।’

তাদের আরো দাবি, ‘মেধা তালিকার মেয়াদ শেষ হওয়ার আগে, তাদের নিয়োগ না করে ভোট প্রচারের জন্য নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’ একইসঙ্গে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা প্রশ্ন তুলেছেন, ‘মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় এলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবেন বলছেন, কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে, মেধাতালিকায় থাকা প্রার্থীদের নিয়োগ তারা সম্পূর্ন করতে পারছেন না কেন? শিক্ষক নিয়োগের এই প্রচার কি তাহলে রাজ্যের এই উচ্চশিক্ষিত বেকারত্বের সমুদ্রে শুধু মাত্র ভোটে জেতার টোপ?’ তাদের আরো অভিযোগ করে, বেআইনি ভাবে ইন্টারভিউতে ৪০শতাংশ নাম্বার রেখে প্রকৃত মেধাবী ও উচ্চতর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে, আর কম যোগ্যতা সম্পন্নদের নিয়োগের পথ সুগম করে কি এই সরকার শিক্ষা ও সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে?’

Leave a Reply

error: Content is protected !!