দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৯-এর লোকসভা ভোটের প্রচার করতে বিজেপি খরচ করেছে ‘মাত্র’ ১,২৬৪ কোটি টাকা! যদিও গতবছর ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের খরচও এই ১,২৬৪ কোটি টাকা থেকেই হয়েছে বলে জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনে নিজেরাই এই তথ্য পেশ করেছে বিজেপি। এই তথ্য জানার পর রাজনৈতিক মহলের মন্তব্য, ১,২৬৪ কোটি টাকার হিসেব দেখানো হলেও, আসলে খরচ হয়েছে এর কয়েক গুণ বেশি টাকা৷ বিজেপি তথ্য গোপন করে রিটার্ন জমা করেছে৷
২০১৪ লোকসভা ভোটে বিজেপির প্রচারে খরচের পরিমাণ ছিল ৭১৪ কোটি টাকা। অর্থাৎ ২০১৪–র তুলনায় দলের নির্বাচনী প্রচারের খরচ বেড়েছে ৭৭ শতাংশ। কমিশনে দাখিল করা তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারে বিজেপি খরচ করেছে ১,০৭৮ কোটি টাকা এবং দলীয় প্রার্থীদের জন্য খরচ করেছে ১৮৬.৫ কোটি টাকা। দলীয় প্রার্থীদের জন্য খরচের মধ্যেই রয়েছে সংবাদমাধ্যমকে দেওয়া টাকা। নির্বাচনী প্রচারের জন্য ৪৬ লক্ষ টাকা এবং বিভিন্ন জনসভার জন্য ৯.৯১ কোটি টাকা ও অন্যান্য খাতে ২.৫২ কোটি টাকা খরচ হয়েছে বিজেপির।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন