Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মন থেকে মানতে পারেননি! যেতে চাননা কেরলে, বামেদের হয়ে ভোট চাইতে নারাজ রাহুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলা সহ বিভিন্ন রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে ঠিকই। কিন্তু এখনও যে সেই জোট মনে প্রানে মেনে নিতে পারেননি, তা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আচরণেই ফুলে উঠছে। আর মাত্র সপ্তাহখানেক বাকি। তার পরেই বাংলায় শুরু হয়ে যাবে আট দফার ভোটের লড়াই। রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগে ময়দানে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল-বিজেপি। কিন্তু কোথায় কংগ্রেসের তারকারা? প্রথম দফার ভোটের আট দিন আগে এই প্রশ্ন এখন কংগ্রেস সমর্থকদের মনে। রাজনৈতিক মহলের খবর, হয়তো কেরলের ভোট মিটিয়েই এই রাজ্যে প্রচারে আসতে পারেন রাহুল-প্রিয়াঙ্কা।

কেন কেরল ভোটের পরেই বাংলায় আসবেন কংগ্রেসের তারকারা? রাজনৈতিক মহলের দাবি, কারণ খুব স্পষ্ট। কেরলে বামেদের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের। আর বাংলায় বামেদের সঙ্গে জোট কংগ্রেসের। এই পরিস্থিতিতে নির্বাচনী মঞ্চ থেকে কেরলে বাম বিরোধিতা আর বাংলায় বামেদের ভোট দেওয়ার পক্ষে সওয়ালের বার্তা মোটেই ভাল চোখে নেবেন না ভোটরারা। তাই সুকৌশলেই কেরল ভোট মিটিয়ে বাংলায় প্রচারে আসতে চাইছেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা। তাই মনে করা হচ্ছে চতুর্থ দফা ভোটের আগে বাংলার নির্বাচনী প্রচারে অধীর চৌধুরির পাশে রাহুল-প্রিয়াঙ্কাদের দাঁড়ানো সম্ভব হবে না।

 

Leave a Reply

error: Content is protected !!