দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশ সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সিএএ নিয়ে শুনানি সম্ভব নয়। পরিস্থিতি শান্ত হলেই বিষয়টি নিয়ে শুনানি গ্রহণ করা হবে। এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে।
এদিন প্রধান বিচারপতি বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নানা বিষয়ে সমস্যা। এখন উদ্দেশ্য হওয়া উচিত কীভাবে শান্তি আনা যায়। এই পরিস্থিতি বিষয়টি নিয়ে শুনানি কোনওভাবেই সাহায্য করবে না। এদিন সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়, নাগরিকত্ব সংশোধনী আইনকে সাংবিধানিক বলে ঘোষণা করা হোক।
আবেদনকারীর আইনজীবী বলেন, সিএএকে সাংবিধানিক বলে ঘোষণা করা হোক। যদিও এতে সন্তুষ্ট হননি প্রধান বিচারপতি। তিনি বলেন, আইনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আবেদন তিনি কখনও শোনেনি। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, কেরল সিদ্ধান্ত নিয়ে এই আইনকে লাগু না করতে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন