দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রতিদিন বিশ্বজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবাই চাতক পাখির মতো অপেক্ষায় আছে, কবে প্রতিষেধক আসবে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা প্রায় ১৫৫টি প্রতিষেধক নিয়ে গবেষণা চালাচ্ছেন। এর মধ্যে ২৩ কার্যকর প্রতিষেধক-এর হিউম্যান ট্রায়াল চলছে। এই ২৩টি কার্যকর প্রতিষেধক-এর মধ্যে ৩টির চূড়ান্ত পর্যায়ে হিউম্যান ট্রায়াল চলছে। কিন্তু কবে আসবে প্রতিষেধক?
‛হু’র জরুরী স্বাস্থ্য কর্মসূচীর নির্বাহী পরিচালক ডঃ মাইকেল রায়ান জানান, করোনা প্রতিষেধক এর গবেষণার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বেশ কয়েকটির শেষ পর্যায়ে হিউম্যান ট্রায়াল চলছে। কিন্তু ২০২১-এর আগে কোনও প্রতিষেধক পাওয়া যাবে এমন আশা করা উচিত নয়। ডঃ মাইকেল রায়ান জানান, সকলেই যাতে এই প্রতিষেধক পান, তা নিশ্চিত করার চেষ্টা করছে ‛হু’। পাশাপাশি ভাইরাস যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য গবেষণা করছে ‛হু’র সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ দল।
ডঃ রায়ান জানান, বিশ্বজুড়ে করোনার প্রতিষেধক এর উৎপাদন বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সকলের কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য। ডঃ রায়ান জানান, বেশ কয়েকটি প্রতিষেধক এর শেষ পর্বে ট্রায়াল চলছে। প্রায় সবকটিই সাফল্যের দিকে এগোচ্ছে। সবকটি প্রতিষেধকই করোনার বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে এবং শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সফল হয়েছে। তবে প্রতিষেধক হাতে পেতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।