দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা প্রকোপে বিহারের ভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। শুক্রবার শীর্ষ আদালত সেই আর্জি নাকচ করে জানাল, করোনা সংকটের জন্য ভোট পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
বিচারপতিরা এদিন বলেন, “কোভিডের জন্য নির্বাচন কমিশনের এক্তিয়ারে হাত দেওয়া যায় না। আদালত কমিশনকে নির্দেশ দিতে পারে না। ভোটের ব্যাপারে মুখ্য নির্বাচন কমিশনারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
বিচারপতিদের ধারণা, নির্বাচন কমিশন যথেষ্ট কোভিড সম্পর্কে যথেষ্ট সতর্কতা নিয়েই ভোট করাবে। আগামী নভেম্বর মাসে বিহারে ভোট হওয়ার কথা আছে। ভোট পিছোনর জন্য যিনি আর্জি জানিয়েছিলেন তাঁর নাম অবিনাশ ঠাকুর।