Thursday, February 6, 2025
দেশফিচার নিউজ

পেহলু খান গরু পাচারকারী নন! মামলা নাকচ করে দিল রাজস্থান হাইকোর্ট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৭ সালে গণধোলাইয়ের শিকার মৃত পেহলু খান ও তাঁর দুই ছেলে এবং ট্রাক চালকের ওপর আনা গো-হত্যার জন্য গরু নিয়ে যাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে রায় দিল রাজস্থান হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পেহলু খানদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমান নেই। ফলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পেহলু খানের বিরুদ্ধে মামলা নাকচ করে দেওয়া হোক।

এদিন বিচাপতি বলেন, তদন্তের ফলে আদালতে পেশ করা তথ্য-প্রমানে এটা প্রমানিত হয়নি যে মৃত পেহলু খান ও তার দুই ছেলে ও ট্রাক চালক ওই দিন গো-হত্যার জন্য গরুগুলি নিয়ে যাচ্ছিলেন। আইনজীবী কপিল গুপ্তা আদালতে জানান, ঘটনার দিন ওই চারজন এক মাস বয়সি গরুগুলিকে বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছিলেন।

উল্লেখ্য, দু’বছর আগে গরু পাচারের অভিযোগে উত্তেজিত জনতা বেধড়ক পিটিয়েছিল পেহলু খানকে। ঘটনার দু-দিন পর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হরিয়ানার নুহর বাসিন্দা পেহলুর। এরপর মামলা হয়েছিল কয়েকজনের বিরুদ্ধে। একইসঙ্গে পেহলু খান ও তাঁর ছেলেদের বিরুদ্ধে গরু পাচারের মামলা হয়েছিল। দুই নাবালক-সহ এই মামলায় অভিযুক্তরা এখন সকলেই জেলের বাইরে রয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!