দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতা কর্মীদের হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। শালবনিতে দাঁড়িয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বললেন, “আক্রমণ করলে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।” সুশান্ত ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।
শালবনি থেকে তিনি বলেন, “যার ক্ষমতা হবে বামকর্মীদের গায়ে হাত দেওয়ার, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমি চিকিৎসা করাব।” নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুশান্তবাবু বলেন, “দীর্ঘদিন ধরে বামকর্মীদের উপর অত্যাচার চলছে। সেই কারণে বলেছি, মারব আবার চিকিৎসা করিয়ে ঘরেও ফেবার।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর এই হুমকির ভিডিও।
সুশান্তকে পাল্টা দিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “উনি হয়তো ভাবছেন এটা ২০০৮-০৯ সাল, বামেদের রাজত্ব। কিন্তু ভুল ভাবছেন। আগে বহু লোকের হাত পা ভেঙেছেন। তাই এখনও তেমনটা করবেন ভাবছেন। কিন্তু সেটা হবে না। ”