Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘ক্রোনি-জীবী’রা দেশ বেচে দিচ্ছেন! মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘ক্রোনি-জীবী’রা দেশ বেচে দিচ্ছেন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাজ‌্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি বক্তৃতায় নতুন সম্প্রদায়, ‘আন্দোলনজীবী’র উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর লক্ষ‌্য সেই বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, যারা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবারই এই প্রসঙ্গে সরব হয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এনডিএ জোটের সদ‌্য প্রাক্তন শরিক শিরোমণি অকালি দল সাংসদ হরসিমরত কৌর। এদিন টুইটে হিন্দিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল লেখেন, ‘ক্রোনি-জীবী তারা, দেশ বেচছে যারা।’

 

Leave a Reply

error: Content is protected !!