দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির হয়ে ভোট করাচ্ছে সিআরপিএফ, এমনটাই অভিযোগ করল তৃণমূল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের মোট ১৫ টি কেন্দ্রে আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগে সরব তৃণমূল।
ইভিএমে কারচুপির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি কর্মীরা ভোটিং মেশিনে তৃণমূলের প্রতীকযুক্ত স্লটের উপরে রং প্রয়োগ করছিলেন বলে অভিযোগ। তৃণমূল সমর্থকদের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই কাজ করছেন।
এদিকে কমিশনের দ্বারস্থ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তারা ঠিকমতো কাজ করছে না।