Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভুতের মুখে রাম নাম! কালপ্রিটকে ছাড় নয়, গুলি কাণ্ডে মুখ খুললেন অমিত শাহ

ছবি : দ্য ওয়াল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার ছিল মহাত্মা গান্ধীর হত্যা দিবস। গান্ধীজিকে যেভাবে নাথুরাম গডসে গুলি করে হত্যা করেছিল, এদিন দুপুরেও একই ধরনের একটি ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে সারা দেশে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি চালায় এক যুবক। বন্দুক চালাতে চালাতে তাকে বলতে শোনা যায়, ‘ইয়ে লো আজাদি।’

জামিয়া মিলিয়ার ছাত্রদের উপর গুলি চালানোর এই ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট করে তিনি লিখেছেন, ‛কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনাকে বরদাস্ত করবে না। কোনও ভাবেই রেয়াত করা হবে না অপরাধীকে। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওঁকে নির্দেশ দিয়েছি, অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে। কোনও ভাবেই কালপ্রিটকে ছাড় নয়।’

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!