দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার বুকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সন্ধের পরই শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। শনিবার ভোর থেকেই ঝড়ো হাওয়ার পাশাপাশি বিচ্ছিন্নভাবে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে বিভিন্ন জেলায়।
এদিকে বুলবুলের হাত থেকে রেহাই পেতে কলকাতা বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে বিমানবন্দর। কোনও বিমান ওঠা-নামা করবে না এ সময়। অন্যদিকে শুক্রবার রাত থেকে বাবুঘাট থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবা।
ঠিক কোন এলাকায় সমতলে আছড়ে পড়বে বুলবুল, সে বিষয়ে এখনও নিশ্চিত নয়। সন্ধ্যার পর সাগরদ্বীপের কাছে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় ১৩৫ কিমি বেগে আসতে পারে এই ঝড়। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন