নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : ‛দৈনিক যুগশঙ্খ’ শিলচর, গুয়াহাটি, কলকাতা ও ডিব্রুগর থেকে একযোগে প্রকাশিত একটি পত্রিকা। বিগত কয়েকবছর ধরে এই পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ তৈরির দেদার অভিযোগ উঠেছে। সম্প্রতি ছট পুজো’র সময়ও বিতর্কিত খবর করে তুমুল সমালোচনার মুখে পড়েছিল পত্রিকাটি। গত ২ নভেম্বর পত্রিকাটির কলকাতা সংস্করণে ‛রবীন্দ্র সরোবরে ছট পুজো’ বিষয়ক খবরের বিদ্বেষমূলক শিরোনাম করা হয়েছিল। ওইদিন পত্রিকাটি শিরোনাম করেছিল, ‛‛লেকের ভিতর মসজিদ, যত বাধা ছটপুজোয়! – তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢুকলেন পুণ্যার্থীরা, ধৃত ১৬’’।
এর আগেও বহু বিতর্কিত খবর করে সমালোচনা কুড়িয়েছে ‛দৈনিক যুগশঙ্খ’। জিয়াগঞ্জে শিক্ষক খুনের ঘটনার সময়েও বিতর্কিত শিরোনাম ব্যবহার করেছিল পত্রিকাটি। ১১ অক্টোবর পত্রিকাটির কলকাতা সংস্করণে লেখা হয়েছিল, ‛‛জিয়াগঞ্জে জেহাদ! মমতার বাংলা কি ইসলামি জঙ্গিদের স্বর্গরাজ্য’’।
মাত্র ২ দিন আগেও ফের বিতর্কিত শিরোনাম ব্যবহার করেছে পত্রিকাটি। ৬ নভেম্বর পত্রিকার শিলচর সংস্করণে একটি খবরের শিরোনাম করা হয়েছে, ‛‛ছাত্র ৪০ হাজার, রাঁধুনি ১৫! আকৃতির পাকঘরেই গরমিল মিড ডে মিলের অঙ্ক – ভিনধর্মীর ছোঁয়া! সন্তানকে স্কুলের খাবার দিতে অরাজি বাবা-মায়েরা’’।
এই একটা দুটো উদাহরণ দিয়েই পত্রিকাটির অভিসন্ধি অনুমান করা যায়। সবথেকে আশ্চর্যের কথা হল, কট্টর হিন্দুত্ববাদীরা এই পত্রিকাটি অত্যন্ত পছন্দের তালিকায় রাখেন। একটি উদাহরণ তুলে ধরলে তা পরিষ্কার হয়ে যাবে। ২০১৫ সালের ২ নভেম্বর, ‛সনাতনে স্বাগতম’ নামের একটি ফেসবুক পেজে ‛দৈনিক যুগশঙ্খ’-এর ব্যাপারে একটি পোস্ট করা হয়েছিল। পোস্টটি হুবুহু তুলে ধরা হল – “দৈনিক যুগশঙ্খ” পত্রিকা পড়ুন৷ এই পত্রিকা কারো গোলামী করেনা, মোল্লা তোষণ করেনা, হিন্দু বিদ্বেষী পত্রিকাও নয় । শিলচর, গুয়াহাটি, কলকাতা ও ডিব্রুগর থেকে একযোগে প্রকাশিত হয়, আজই আপনার হকারকে বলুন৷ পুণশ্চ: “দৈনিক যুগশঙ্খ” পত্রিকা বেশি প্রচার হলে আমাদের কোনও লাভ বা কম প্রচার হলে আমাদের কোনও ক্ষতি নেই, কিন্তু আমরা বরাবরই বলে থাকি যারা হিন্দুদের বিরুদ্ধে নয় আমরাও তাদের বিরুদ্ধে নই ৷ অন্যান্য পত্রিকা যখন মোল্লা তোষণে ব্যাস্ত তখন “দৈনিক যুগশঙ্খ” পত্রিকা হিন্দু নির্যাতন ও মুসলিম আগ্রাসনের বাস্তব খবর প্রচার করছে ৷ তাই মোল্লাদের পা চাটা পত্রিকা ফেলে “দৈনিক যুগশঙ্খ” পত্রিকা পড়ুন ৷ অনলাইনেও “দৈনিক যুগশঙ্খ” পত্রিকার শিলচর, গুয়াহাটি, কলকাতা ও ডিব্রুগর যেকোন সংস্করণ পড়তে পারেন৷
“দৈনিক যুগশঙ্খ” পত্রিকার অনলাইন ওয়েব এড্রেস—>>> http://www.dainikjugasankha.in/।
এসব দেখেশুনে প্রশ্ন জাগে এই পত্রিকার উদ্দেশ্য কি? এই পত্রিকা কাদের টাকায় চলে? এ প্রশ্ন দৈনিক সমাচারের না, এ প্রশ্ন সোশ্যাল সাইটে ‛যুগশঙ্খ’ সার্চ করলেই খুঁজে পাওয়া যাচ্ছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীদের মনে পত্রিকাটির প্রতি একরাশ ক্ষোভ জন্মেছে। এর শেষ কোথায়, অপেক্ষা মনে হয় দীর্ঘ হবে!
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন