Wednesday, January 15, 2025
Latest Newsদেশফিচার নিউজ

জল খাওয়ার ‘অপরাধে’ দলিত ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের, শাস্তির দাবি পরিবারের

ছবি: প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : স্কুলের ট্যাঙ্কে জল শেষ হয়ে গিয়েছিল, তাই শিক্ষকদের জন্য আলাদা করে রাখা জল খেয়েছিল তৃষ্ণার্ত দলিত ছাত্র। সেই ‘অপরাধে’ অন্য ছাত্রদের সামনেই তাকে বেধড়ক মারধর করলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরের একটি সরকারি স্কুলে। ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

গত ৮ সেপ্টেম্বর স্কুলে প্রার্থনা পর্বের শেষে তার খুব জল তেষ্টা পেয়েছিল। কিন্তু স্কুলের ট্যাঙ্কে সে সময় জল ছিল না। কোথাও জল না পেয়ে শিক্ষকদের জন্য রাখা জল খেয়ে নেয় ছাত্রটি। দলিত ছাত্র একা নয়, আরও কয়েক জন ছাত্র ওই জল খেয়েছিল বলে খবর। অভিযুক্ত শিক্ষক গঙ্গারাম গুর্জর এসে এক এক করে সকল ছাত্রের জাত জানতে চান। অভিযোগকারী ছাত্র দলিত শুনেই তাকে মারতে শুরু করেন বলে অভিযোগ। অন্য ছাত্রদের সামনেই তাকে লাথিও মারা হয়।

Leave a Reply

error: Content is protected !!