দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পয়েন্টে জানুন কি বললেন মুখ্যমন্ত্রী।
১) ভোটের সময় হোটেল থেকে খাবার এনে দলিত বাড়িতে গিয়ে খায়
২) ভোট শেষ হলেই দলিত, নমশূদ্রদের উপর অত্যাচার
৩) ওরা সকলের পদবি নিয়ে খেলা করছে
৪) কৃষকদের ভাতে মারার চেষ্টা হচ্ছে
৫) দলিত, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে
৬) বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
৭) দিল্লিতে অত লোক হিংসায় মারা গেল, বিচার হল?
৮) আমার কাছে খবর আছে, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে
৯) সাংবাদিকদেরও আটকে দেওয়া হয়েছে
১০) মেয়েদের ধরে মারা হয়েছে
১১) ওই পরিবারটিকে দেখার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিলাম
১২) আমার মন হাথরসে পড়ে আছে