দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিবার চেন্নাইয়ে এআর রহমানের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এর জন্য অনুষ্ঠানের আয়োজক এসিটিসি ইভেন্ট ক্ষমা চেয়ে নিয়েছে দর্শকদের কাছে। যাঁরা টিকিট থাকা সত্ত্বেও অুষ্ঠানে ঢুকতে পারেননি, তাঁদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন রহমান নিজেই। কিন্তু অনেকেই সোশ্যাল সাইটে ক্ষোভ উগরে দিচ্ছেন। তা নিয়ে মুখ খুলেছেন রহমানের মেয়ে রহিমা খাতিজা রহমান।
বাবার সমর্থনে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন রহমানের মেয়ে। রহমান সমাজসেবায় কী কী করেছেন, সেই খতিয়ান তুলে ধরেছেন তিনি। কোভিড থেকে কেরালার বন্যা, সবেতেই এগিয়ে এসেছিলেন রহমান, দাবি খতিজার। তিনি লেখেন, ‘‘সোশ্যাল সাইটে বাবাকে নিয়ে যে ধরনের কথা চলছে, তা আসলে নোংরা রাজনীতি। সেদিনের ওই ঘটনার জন্য ১০০ শতাংশ দায়ী আয়োজকেরা। তার পরেও আমার বাবা সব দায় নিজের ঘাড়ে নিয়ে টাকা ফেরানোর আশ্বাস দিয়েছেন।”